দিদির দেওয়া পাঞ্জাবি পরেই দিদির ভোট প্রচারে মদন মিত্র

Must read

বৃহস্পতিবার নিজের এলাকা ভবানীপুরের মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেন মদন মিত্র। এদিন তাঁর পরণে ছিল ”দিদি”র কালো পাঞ্জাবি, দুধসাদা ধুতি এবং গলায় শান্তিনিকেতনের উত্তরীয়। পুজোর জন্য কামারহাটির বিধায়ককে আগাম উপহার দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পুজো পর্যন্ত অপেক্ষা না করেই বৃহস্পতিবারই দলনেত্রীর প্রচারে সেই পাঞ্জাবি পরে বেরিয়ে পড়েছিলেন মদন মিত্র।

আরও পড়ুন- নাটকীয়ভাবে কোর্টে আগাম হাজির কুণাল, ইডি মামলায় পেলেন জামিন

এদিন কোভিড বিধি মেনে প্রচার পর্বে মদন মিত্র শুরুতে স্থানীয় এক মন্দিরে পুজো দেন। তিনি বলেন, “দিদির জন্য প্রচারে নামা মানেই আমার মহাষ্টমী। তাই দিদির দেওয়া পাঞ্জাবি পরেই বের হলাম। এই পাঞ্জাবি পরেই মানুষের বাড়ি বাড়ি যাবো। বাংলা নিজের মেয়েকে চায়। আবার আমাদের ভবানীপুরের ঘরের মেয়ে ঘরে ফিরেছে। এই নির্বাচনের পরেই আমাদের লক্ষ্য ত্রিপুরা চলো।”

আরও পড়ুন- মাস পেরোনোর আগেই ‘‘লক্ষ্মীর ভাণ্ডার’’ প্রকল্পে এক কোটিরও বেশি মহিলার আবেদন

মুখ্যমন্ত্রীর হয়ে প্রচারে নেমে এদিন পথচলতি মানুষ হাতে লাল গোলাপ তুলে দেন মদন মিত্র। ওই সময় রাস্তা দিয়ে যাওয়া বাসের যাত্রীদের হাতেও ফুল তুলে দেন তিনি।

Latest article