দেবীপক্ষের সূচনায় রবিবার প্রকাশিত হল জাগোবাংলা উৎসব সংখ্যা (Jago Bangla Utsab Sonkhya)। এদিনের অনুষ্ঠান শুরু হয় গায়ক সৌমিত্র রায়ের গানের মধ্য দিয়ে। একই সঙ্গে আজ প্রকাশিত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গানের অ্যালবামও।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে স্মারক তুলে দেন জাগোবাংলার বার্তা সম্পাদক অভিজিৎ ঘোষ, উত্তরীয় পরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নেন রাজ্য সভার সাংসদ তথা জাগোবাংলার (Jago Bangla Utsab Sonkhya) সম্পাদক সুখেন্দু শেখর রায়। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে স্মারক তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: প্রবাসে মা দুর্গা আসেন আপনজন হয়েই
মুখ্যমন্ত্রীর কথা ও সুরে গান অ্যালবামে গান গেয়েছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, বিধায়ক অদিতি মুন্সি এবং খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও গান গেয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়, শ্রীরাধা, মনোময় ভট্টাচার্য, চন্দ্রিকা, তৃষা পারুই এবং বাবুল সুপ্রিয়।
এদিনের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।