ফের শহরে ভুয়ো কলসেন্টারের পর্দাফাঁস করল পুলিশ। দমদমের নাগেরবাজার (Nagerbazar- Fake Call Centre) থানা এলাকার একটি বাড়িতে হানা দিয়ে ভুয়ো কলসেন্টার চালানোর অভিযোগে ৩ মহিলা-সহ ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, চটজলদি ঋণ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে টাকা হাতাচ্ছিল প্রতারকরা। এই প্রতারণা চক্রের জাল (Nagerbazar- Fake Call Centre) কতদূর বিস্তৃত এখন সেটাই খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রথমে ফোন করে ঋণ পাইয়ে দেওয়ার টোপ দিত তারা। তাদের টোপ গিললে প্রসেসিং ফি বাবদ ধাপে ধাপে টাকা চাওয়া হত। টাকা দেওয়ার পরই ওই নম্বরে ফোন বন্ধ হয়ে যেত। এভাবেই চলছিল প্রতারণা চক্র। শনিবার সেখান থেকে ৩ মহিলা-সহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয়েছে একাধিক সিমকার্ড, ল্যাপটপ, ওয়াইফাই ফাইবার-সহ বেশ কিছু সরঞ্জাম। এই চক্রে আরও কেউ জড়িত কি না তার খোঁজ চলছে।
আরও পড়ুন-সকালবেলার আলোয় বাজে আগমনীর ভৈরবী