ফিরবে শৈশবের স্বপ্নের দিনগুলো

Must read

অনুরাধা রায়: বিকেলবেলা লুকোচুরি খেলা। ছুটির সকালে ঘুড়ির সুতোয় মাঞ্জা। বৃষ্টির দিনে জলকাদা মাখা শৈশব। আর নেই। বড় চাকরি, বিদেশযাত্রার স্বপ্নপূরণ হলেও জীবন থেকে হারিয়ে গিয়েছে ‘স্বপ্নের দিনগুলো’। ব্যস্ত জীবনে কমবেশি সকলের মনে পড়ে শৈশব। সবকিছুর মধ্যেও তখন তাড়া করে হারানোর কষ্ট। এমনই মূল্যবান একমুঠো শৈশবকেই এবার ফিরিয়ে দেবে বেলেঘাটা (Durga Puja- Beleghata) পল্লি উন্নয়ন সমিতি। এবার তাদের থিম ‘স্বপ্নের দিনগুলো’ মণ্ডপসজ্জায় যেখানে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে শৈশবের সোনালি দিন। লাট্টু, ঘুড়ি, ক্যারমের কোলাজ। হারিয়ে যাওয়া ফিরিয়ে স্ট্যাচু। মণ্ডপের ভিতরে যেন হাতছানি দিয়ে ডাকছে শৈশব। পুজো উদ্যোক্তা রাজু সেন বলছেন, ইন্টারনেট আসার আগে আমাদের ফেলে আসা সেই সোনালি দিনগুলো যেমন ছিল, এইবারে পুজোর (Durga Puja- Beleghata) সময় একঝলকে ফিরে দেখার পালা সেই স্বপ্নের দিনগুলোয়। খেলার মাঠে প্রতিদ্বন্দ্বী থাকলেও একে অপরকে মনোবল, সাহায্য, বিশ্বাস ভরসা গঠনে যে সাহায্য করত, তা বর্তমান শিশুমন থেকে উঠে যেতে বসেছে। এই বিষয়টি মাথায় রেখে আমাদের থিম ভাবনা।

আরও পড়ুন-সকালবেলার আলোয় বাজে আগমনীর ভৈরবী

Latest article