নয়াদিল্লি : পাটজাত চটের থলির দাবিতে রেশনের খাদ্যসামগ্রী দেওয়ার দাবিতে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক ও গণবণ্টন দফতরের মন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি দিলেন তৃণমূলের লোকসভার সাংসদ এবং অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের মুখ্য উপদেষ্টা সৌগত রায় (Sougata Roy)। তিনি জানিয়েছেন, এখন যে প্লাস্টিকের প্যাকেট ব্যবহার করা হয়, তাতে খাদ্যশস্য নিয়ে আসার সময় পথেই ছিদ্র হয়ে যায়। ফলে খাদ্যসামগ্রী নষ্ট হয়। চটের থলিতে খাদ্যশস্য দেওয়া হলে সেই সমস্যা দূর হবে। পীযূষ গোয়েলকে দেওয়া চিঠিতে সৌগত রায় (Sougata Roy) উল্লেখ করেছেন, দীর্ঘ সময় ধরে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের তরফে কেন্দ্রীয় সরকারকে চাল, গম কেনার জন্য বর্তমানে ব্যবহৃত প্লাস্টিকের প্যাকেটের পরিবর্তে চটের থলি ব্যবহারের দাবি জানানো হচ্ছে। এর সঙ্গে পাটশিল্প এবং সংশ্লিষ্ট সব ক্ষেত্রের উন্নতি হবে। সৌগত রায়ের দাবি, যত দ্রুত সম্ভব এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে প্লাস্টিকের প্যাকেটের ব্যবহার বাদ দিয়ে চটের থলি ব্যবহার চালু করা হোক।
আরও পড়ুন-পুজোর সময় পরিষেবা মসৃণ রাখতে রাজ্যের উদ্যোগ: হাসপাতালে নজর রাখবেন ৪০ স্বাস্থ্যকর্তা