পুজোর সময় পরিষেবা মসৃণ রাখতে রাজ্যের উদ্যোগ: হাসপাতালে নজর রাখবেন ৪০ স্বাস্থ্যকর্তা

Must read

প্রতিবেদন : পুজোর দিনগুলিতে সরকারি হাসপাতালে রোগী পরিষেবা যাতে বিঘ্নিত না হয় সেজন্য রাজ্যের স্বাস্থ্য দফতর (West Bengal Health Department) উদ্যোগী হয়েছে। ওই সময় কলকাতা ও জেলার হাসপাতালগুলির ওপর লাগাতার নজর রাখতে ৪০ জন স্বাস্থ্যকর্তাকে নিয়ে একটি টিম গঠন করা হয়েছে। স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুম থেকে এই আধিকারিকরা জেলা সদরগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের সঙ্গেও তাঁদের নিরন্তর যোগাযোগ থাকবে বলে জানানো হয়েছে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী এই মর্মে এক নির্দেশিকা জারি করেছেন। সেখানে বলা হয়েছে, উপস্বাস্থ্য অধিকর্তা, অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা পদমর্যাদার আধিকারিকরা পালা করে কন্ট্রোল রুমে থাকবেন। প্রয়োজনে হাসপাতাল কর্তৃপক্ষ যেকোনও সময় স্বাস্থ্য ভবনে যোগাযোগ করতে পারবেন। ৩০ সেপ্টেম্বর পঞ্চমীর দিন থেকে ১০ অক্টোবর পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে। পুজোর দিনগুলোতে হাসপাতালের অন্তর্বিভাগ ও বহির্বিভাগের রোগীরা চিকিৎসা করাতে গিয়ে যাতে কোনও অসুবিধায় না পড়েন তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের ডেঙ্গির প্রকোপ মাথাচাড়া দেওয়ায় ইতিমধ্যেই বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য দফতর (West Bengal Health Department)। ডেঙ্গি যোদ্ধাদের ছুটি বাতিল করা হয়েছে। একইসঙ্গে হাসপাতালে জরুরি বিভাগের সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও ছুটি বাতিল করা হল।

আরও পড়ুন-মহালয়াতেই বোধন এবং বিসর্জন ধেনুয়া গ্রামে

Latest article