পর্তুগালের জয়, হেরে গেল স্পেন

Must read

প্রাগ ও জারাগোজা, ২৫ সেপ্টেম্বর : ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল পাননি। তবুও নেশনস লিগে বড় জয় পেল পর্তুগাল। শনিবার রাতে গ্রুপ ‘টু’-র ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৪-০ গোলে হারিয়েছে পর্তুগাল। তবে এই গ্রুপের অন্য একটি ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ১-২ গোলে হেরে গিয়েছে স্পেন (Switzerland vs Spain)।
সুইজারল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ৩৩ মিনিটেই ডিফেন্ডার দিয়েগো দালোতের গোলে এগিয়ে গিয়েছিল পর্তুগাল। প্রথমার্ধের ইঞ্জুরি টাইমে রোনাল্ডোর পাস থেকে বল পেয়ে গোল করে পর্তুগালকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেজ। বিরতির পর আরও দু’টি গোল করেন দালোত (৫২ মিনিট) এবং দিয়েগো জোতা (৫৯ মিনিট)। খেলার প্রথমার্ধে বিপক্ষের গোলরক্ষকের সঙ্গে শূন্যে বল দখলের লড়াইয়ে নাকে চোট পান রোনাল্ডো। রক্তও ঝরে। যদিও চোট উপেক্ষা করেই পুরো ম্যাচ খেলেন সিআর সেভেন।
অন্যদিকে, ঘরের মাঠে টানা ২২ ম্যাচ অপরাজিত থেকে সুইজারল্যান্ডের (Switzerland vs Spain) মুখোমুখি হয়েছিল স্পেন। কিন্তু ২১ মিনিটেই সুইসদের এগিয়ে দিয়েছিলেন ম্যানুয়েল আকাঞ্জি। ৫৫ মিনিটে জর্ডি আলাবার গোলে ম্যাচে সমতা ফিরিয়ে এনেছিল স্প্যানিশরা। কিন্তু ৫৯ মিনিটে ডোনাল্ড এমবোলোর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সুইজারল্যান্ড। ম্যাচের বাকি সময় অনেক চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি স্পেন।

আরও পড়ুন-পুজোর সময় পরিষেবা মসৃণ রাখতে রাজ্যের উদ্যোগ: হাসপাতালে নজর রাখবেন ৪০ স্বাস্থ্যকর্তা

Latest article