মহালয়াতেই বোধন এবং বিসর্জন ধেনুয়া গ্রামে

Must read

অসীম চট্টোপাধ্যায়, আসানসোল: মহালয়াতেই বোধন থেকে বিসর্জন। এমনই অভিনব দুর্গাপুজোর আয়োজন করা হয় বার্নপুরের ধেনুয়া গ্রামে (Dhenua Village- Durga Puja)। গত ৪৯ বছর ধরে এই একই নিয়মে পুজো হয়ে আসছে এ গ্রামের কালীকৃষ্ণ আশ্রমে। রবিবার মহালয়ার সকালে মাত্র এক ঘণ্টার মধ্যেই সম্পন্ন হয়ে গেল এ বছরের দুর্গোৎসব। আশ্রমের কর্ণধাররা জানান, একদিনেই মহাষষ্ঠীর বোধন থেকে বিজয়াদশমীর মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে দেবী দুর্গার পুজো হয়ে আসছে প্রায় অর্ধশতাব্দী ধরে। শক্তিপুজোর এই ধারা অসমের বিভিন্ন জেলায় প্রচলন রয়েছে। সেই ধারারই অনুসারী আসানসোল মহকুমার বার্নপুর সংলগ্ন এই ধেনুয়া গ্রামের আশ্রম। আশ্রমের বাসিন্দারা জানান, বোধন থেকে বিজয়াদশমীর প্রতিটি আচারই নিষ্ঠাভরে পালিত হয়, তবে প্রতিটি আচারই হয় একেবারে সংক্ষিপ্তাকারে, প্রায় বুড়ি ছোঁয়া করে। শুধু বাংলাই নয়, বিশ্বের প্রায় সর্বত্রই দুর্গোপুজো হয় পাঁচদিনের। কোথাও কোথাও আবার তারও বেশি দিন ধরে চলে আনন্দানুষ্ঠান। এমনকী একরাতের কালীপুজোও মাত্র এক ঘণ্টায় সেরে ফেলার রীতি কোথাও রয়েছে বলে শোনা যায় না।
কালীকৃষ্ণ আশ্রমের এই দুর্গাপুজো কেন মাত্র একদিনের, তাও আবার শুধুই একটি ঘণ্টার! সে ব্যাপারে আশ্রমের বাসিন্দারা জানান, এই পুজোর যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, তাঁর নির্দেশই গত অর্ধশতাব্দী ধরে কঠোরভাবে পালিত হয়ে আসছে। তবে একদিনের পুজো হলেও, পুজোর আড়ম্বর ও জৌলুসে কোথাও খামতি রাখা হয় না বলেই জানান পুজোর (Dhenua Village- Durga Puja) উদ্যোক্তারা। বোধনেই বিসর্জনের বাজনা বেজে ওঠায় সকলেরই মন ভরে যায় একরাশ বিষণ্ণতায়।

আরও পড়ুন-সকালবেলার আলোয় বাজে আগমনীর ভৈরবী

Latest article