মেট্রো টানেলের পর এবার কলকাতা ও হাওড়া শহরকে জুড়তে চলেছে আরেকটা টানেল। ইতিমধ্যেই সেটা তৈরির পরিকল্পনা করা হচ্ছে। এই টানেলটি হুগলি নদীর তলা দিয়ে যাবে বলে জানা যাচ্ছে। এই টানেল তৈরি করা সম্ভব কি না, তা জানতে রডিক কনসাল্টেন্ট নামক এক সংস্থাকে নিয়োগ করা হয়েছে বন্দর কর্তৃপক্ষের তরফে।
আরও পড়ুন-ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই হতে চলেছে পরবর্তী TET, জানালেন শিক্ষামন্ত্রী
বুধবার বন্দর চেয়ারম্যান বিনীত কুমার এই টানেলের প্রস্তাবের বিষয়ে জানান, এই টানেলটি বন্দরের কার্গো বোঝাই ট্রাকগুলিকে খিদিরপুর ডক এলাকা থেকে খুব তাড়াতাড়ি হাওড়ায় পৌঁছতে সাহায্য করবে। রাস্তার যানজট ছাড়াই এই ট্রাকগুলি নদী পার করে গন্তব্যে যেতে পারবে। সময়ও কমবে।
বিনীত কুমার এই নিয়ে বলেন, ‘আমরা রডিক কনসালটেন্টসকে টেকনো-ফিজিবিলিটি সমীক্ষা করার দায়িত্ব দিয়েছি। এই প্রকল্পের মধ্যে রয়েছে একটি সড়ক সুড়ঙ্গ এবং জাতীয় সড়কের সঙ্গে সংযোগকারী একটি সেতু।’
আরও পড়ুন-নোবেলজয়ী কিছু নারী ও কনিষ্ঠতমরা
এই সংক্রান্ত রিপোর্ট আগামী ৭ থেকে ৮ মাসের মধ্যে চলে আসবে বলে জানান তিনি। এই প্রকল্প বাস্তবায়নে দুই হাজার কোটি টাকা বিনিয়োগ করার সম্ভাবনা রয়েছে।
খিদিরপুর থেকে হাওড়া পর্যন্ত এই টানেল ৮০০ মিটার লম্বা হতে পারে। বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দরে এই জাতীয় একটি টানেল রয়েছে। বন্দর কর্তৃপক্ষের কাছে এই টানেলের সমীক্ষা রিপোর্ট জমা পড়লে সেটা কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের কাছে পাঠানো হবে। এই প্রকল্পের নকশা তারপরেই চূড়ান্ত হবে ।