১১ ডিসেম্বর হবে প্রাথমিকের টেট, ঘোষণা করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান

সেই সব জায়গার জট খোলার চেষ্টা চলছে। একই সঙ্গে নতুন নিয়োগেরও পদ্ধতি চালু হচ্ছে। ফলে চাকরিপ্রার্থীদের জন্য পুজোর আগেই এলো সুখবর।

Must read

পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল (Goutam Paul) বৈঠকের পরে জানালেন এবছর ১১ ডিসেম্বরেই প্রাথমিকের টেট। এদিন সকালে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই পরবর্তী TET-এর কথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। ১১ হাজার শূন্য পদে নিয়োগের জন্য পরীক্ষা হবে। পুজোর আগেই সেই বিজ্ঞপ্তি প্রকাশ হল। পুজোর ছুটির পর রেজিস্ট্রেশন শুরু হবে। কবে থেকে পোর্টাল খুলবে, সেটাও বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। যে দিন পোর্টাল খুলবে, সে দিন থেকেই চাকরিপ্রার্থীরা নাম নথিভুক্ত করতে পারবেন। পোর্টালের মাধ্যমেই চাকরিপ্রার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

আরও পড়ুন-জলের তলা দিয়ে এক সুড়ঙ্গ জুড়বে কলকাতা ও হাওড়া, শুরু হয়ে গেল প্রস্তুতি

একনজরে টেট নিয়ে যা যা জানালেন গৌতম পাল-
• ১১ ডিসেম্বরেই প্রাথমিকের টেট
• ১১ হাজার শূন্য পদে নিয়োগের জন্য হবে পরীক্ষা
• পুজোর আগেই বিজ্ঞপ্তি প্রকাশ
• পুজোর ছুটির পর শুরু হবে রেজিস্ট্রেশন
• কবে থেকে পোর্টাল খুলবে, তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে
• যে দিন পোর্টাল খুলবে, সে দিন থেকেই নাম নথিভুক্ত করা যাবে
• পোর্টালের মাধ্যমেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে

আরও পড়ুন-ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই হতে চলেছে পরবর্তী TET, জানালেন শিক্ষামন্ত্রী

ডিসেম্বরেই (December) প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হবে বলে আগেই জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের চেয়ারম্যান জানিয়ে ছিলেন শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। এদিন, ব্রাত্য জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই লিখিত পরীক্ষা হবে। এদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিদ্যাসাগর অ্যাকাডেমিতে একটি অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী। সেখানেই তিনি জানান, পরবর্তী টেট নিয়ে পর্ষদের সঙ্গে তাঁর কথা হয়েছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই পরীক্ষা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। বলেন, পর্ষদের সঙ্গে শিক্ষা দফতরের বৈঠকের পর তারিখ ঘোষণা করা হবে। সেই মতোই এদিন বিকেলে দিন ঘোষণা করেন গৌতম। জানান, এবার থেকে প্রতি বছর হবে টেট।

আরও পড়ুন-ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই হতে চলেছে পরবর্তী TET, জানালেন শিক্ষামন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই বলেছিলেন, ধৈর্য্য ধরুন। সঠিক সময় নিয়োগ হবে। সেই মতোই পুজোর আগেই টেটের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্য। প্রাথমিকে শিক্ষক নিয়োগে যে সব জায়গায় জট হয়েছে। সেই সব জায়গার জট খোলার চেষ্টা চলছে। একই সঙ্গে নতুন নিয়োগেরও পদ্ধতি চালু হচ্ছে। ফলে চাকরিপ্রার্থীদের জন্য পুজোর আগেই এলো সুখবর।

Latest article