প্রতিবেদন : পুজো মানেই নস্টালজিয়া। আর সেই নস্টালজিয়ার সব থেকে বড় অংশ আকাশবাণীর প্রচারিত মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান। মহালয়ার ভোরে ওই অনুষ্ঠান না শুনলে পুজো শুরু হয় না। তবে এবার সাধারণের আবেগের সঙ্গে ওতপ্রত ভাবে যুক্ত ওই অনুষ্ঠান নিয়ে বেধেছে বিতর্ক।
আরও পড়ুন-বাস ধর্মঘট প্রত্যাহার মন্ত্রীর ফের অনুরোধ
এবার মহালয়ার ভোরে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে যে অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে তা অচেনা ঠেকেছে শ্রোতাদের কানে। ওই অনুষ্ঠানের জনপ্রিয় কিছু গান এবার শোনা যায়নি। আবার এই অনুষ্ঠানে প্রবাদপ্রতিম কয়েকজন শিল্পীর কণ্ঠে অপরিচিত কিছু গান মুগ্ধ করেছে শ্রোতাদের। তবে সব মিলিয়ে এই পরিবর্তন আদতে ভাল না মন্দ তা নিয়ে বিতর্ক জমে উঠেছে শ্রোতাদের মধ্যে।