বাস ধর্মঘট প্রত্যাহার মন্ত্রীর ফের অনুরোধ

গত ৬ দিন ধরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীরা কর্মবিরতি ও বেশ কয়েকদফা দাবিতে আন্দোলন শুরু করেছেন।

Must read

প্রতিবেদন : আবারও ধর্মঘট প্রত্যাহার করার অনুরোধ জানালেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সোমবার বাকডোগরায় মন্ত্রী বলেন, উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। অনেকেই বাড়ি ফিরছেন। এরমধ্যে টানা এই ধর্মঘট মানুষকে চরম সঙ্কটে ফেলছে। অনুরোধের পাশাপাশি মন্ত্রী বলেছেন, মানুষকে দুর্ভোগে ফেলে আন্দোলন হয় না। আমি প্রয়োজনে কর্মী নিয়োগের সংস্থার লাইসেন্স বাতিল করব। তবে মাসে ২৬ দিন অস্থায়ী কর্মীরা যাতে কাজ পান তা বিবেচনা করা হবে।

আরও পড়ুন-উন্নয়নে কলকাতাকে টেক্কা দিচ্ছে হাওড়া, এলাকা বিন্যাসের পরেই ভোট

গত ৬ দিন ধরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীরা কর্মবিরতি ও বেশ কয়েকদফা দাবিতে আন্দোলন শুরু করেছেন। আর তার জেরে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় সরকারি বাস পরিষেবা কার্যত শিকেয়। সব থেকে বেশি হয়রানির শিকার হচ্ছিলেন আমজনতা। বিশেষ করে যারা জেলা থেকে শহরে আসেন।

Latest article