বিএসএফ-এর গাফিলতিতে দুর্ঘটনা, ব্রিজ ভেঙে নদীতে ডাম্পার

Must read

দীর্ঘ ৪০ বছর ধরে সংস্কার হয় না। শুধুমাত্র রংয়ের প্রলেপ লাগিয়ে রাখা হতো। বিএসএফ-এর গাফিলতিতে রবিবার সকালে সেই সেতু ভেঙে কোদালিয়া নদীতে পড়লো ডাম্পার। আহত চালক বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বনগাঁর (Bongaon Accident) সুটিয়াতে বর্ডার বিএসএফ রোডে। ঘটনাকে কেন্দ্রকরে এলাকায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে। বিএসএফ-এর উদাসীনতা ও গাফিলতিতে ব্রিজ ভাঙায় সীমান্ত এলাকার বাসিন্দারা প্রতিবাদে সরব হয়েছেন।

আরও পড়ুন- জম্মু-কাশ্মীরে বিপদ, ভূমিধসে গৃহহীন ১০০ পরিবার

উত্তর ২৪ পরগনার বনগাঁ (Bongaon Accident) ব্লকের টেংরা গ্রাম পঞ্চায়েত এলাকার সুটিয়া বর্ডার বিএসএফ রাস্তায় কোদালিয়া নদীর উপর অবস্থিত ব্রিজের উপর দিয়ে এদিন ডাস্ট পাথর ভর্তি ডাম্পার যাচ্ছিল বাশ-ঘাটার দিকে। সেই সময়ই ব্রিজ ভেঙে কোদালিয়া নদীতে পড়ে যায় ডাম্পার। ঘটনাস্থলে আসে বিএসএফের ঊর্ধ্বতন কর্তারা। এই বিষয় টেংরা গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বরূপ বিশ্বাস জানিয়েছেন এই ব্রিজ দীর্ঘদিন আগে হয়েছিল। কিন্তু কোন সংস্কার বিএসএফ-এর তরফে করা হয়নি। ব্রিজের উপর দিয়ে প্রতিদিন বিএসএফ এর প্রচুর গাড়ি যাতায়াত করে। কেন্দ্রীয় সরকারের গাফিলতির কারণে এই দশা হয়েছে বলে দাবি স্বরূপ বিশ্বাসের।

Latest article