ফের উত্তপ্ত মণিপুর, দু’পক্ষের মধ্যে চলল গুলি

Must read

ফের নতুন করে অশান্তি শুরু মণিপুরে (Manipur Violence)। গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তপ্ত উত্তর-পূর্বের এই রাজ্য। রবিবার সকালে পশ্চিম ইম্ফলে কাংপোকপি জেলা সংলগ্ন কোত্রুক গ্রামে ঢোকে একদল বন্দুকবাজ। তারপরেই তারা বাড়ি এবং গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এরপর গ্রামের নিরাপত্তার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবারা জবাব দেন। দুপক্ষের মধ্যে প্রায় অনেকটা সময় ধরেই চলে গুলির লড়াই। এই ঘটনাকে কেন্দ্র করে ফের আতঙ্ক ছড়িয়েছে।

আরও পড়ুন- জম্মু-কাশ্মীরে বিপদ, ভূমিধসে গৃহহীন ১০০ পরিবার

দুপক্ষের সংঘর্ষের পরই মহিলা-শিশু-বয়স্কদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যান গ্রামের স্বেচ্ছাসেবী সদস্যরা। গুলির পাশাপাশি, বাড়িগুলি লক্ষ্য করে হাতে তৈরি মর্টার ‘পাম্পি’ও ছোড়া হয় বলে জানা গিয়েছে। গ্রামে বন্দুকবাজদের হামলার ঘটনায় খবর পেয়েই নিরাপত্তাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গত শুক্রবার দ্বিতীয় দফার ভোট শেষ হতেই অশান্তি শুরু হয় বিজেপি শাসিত মণিপুরে (Manipur Violence)। গভীর রাতে বিষ্ণুপুর জেলার নারানসেনায় জঙ্গিদের হামলায় প্রাণ যায় দুই সিআরপিএফের জওয়ানের। জখম হন ৪ জন।

Latest article