উন্নয়নে কলকাতাকে টেক্কা দিচ্ছে হাওড়া, এলাকা বিন্যাসের পরেই ভোট

অনেক রাস্তাতেই আর জল জমে না। তাও সমস্ত রাস্তাতেই জল জমার সমস্যার স্থায়ী সমাধানে হাওড়ার জন্য একটা মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে।

Must read

সংবাদদাতা, হাওড়া : এলাকা পুনর্বিন্যাসের কাজ শেষ হলেই হাওড়ায় পুরভোট। সোমবার হাওড়ায় ফুল মার্কেট ‘বিতানে’র উদ্বোধন সহ একাধিক প্রকল্পের সূচনা করতে এসে একথা জানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ফলে উৎসবের মরশুম শেষ হলেই হাওড়ায় পুরভোটের সম্ভাবনা উজ্জ্বল হল। এদিন ফিরহাদ বলেন, আগেকার রাজ্যপালের কারণে কলকাতার সঙ্গে হাওড়ায় পুরভোট করানো যায়নি। পুর পরিষেবার মান আরও বাড়াতে হাওড়া কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৬ করা হচ্ছে।

আরও পড়ুন-পুজোর থিমে পার্লামেন্টে মুখ্যমন্ত্রীর স্ট্যাচু

জেলা প্রশাসন এই ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ করছে। জেলাশাসকের দফতর থেকে এই কাজ শেষ হয়ে গেলে আমাদের জানানো হবে। তারপরেই আমরা পুর দফতর থেকে নির্বাচন কমিশনকে আমরা ভোটের জন্য তৈরি আছি বলে জানিয়ে দেব। তারপরই নির্বাচন কমিশন হাওড়া পুরভোটের দিনক্ষণ চূড়ান্তভাবে জানাতে পারবে। এর পাশাপাশি ফিরহাদ হাকিম বলেন হাওড়ায় উন্নয়ন থেকে নেমে। উন্নয়ন নিয়ে কলকাতার সঙ্গে পাল্লা দিচ্ছে হাওড়া কর্পোরেশন। কোনও কোনও ক্ষেত্রে কলকাতাকেও ছাপিয়ে যাচ্ছে হাওড়া কর্পোরেশন। এদিন যে অত্যাধুনিক ফুলবাজারের উদ্বোধন হল তা কলকাতাতেও নেই। ২০১২-তে হাওড়ায় এসে দেখেছিলাম বহু রাস্তায় জল জমে রয়েছে। রাস্তা খানাখন্দে ভর্তি। এখন সেই ছবি অনেক বদলে গেছে। রাস্তা ঝাঁ-চকচকে হয়েছে।

আরও পড়ুন-জনসংযোগে পুজোয় শহরে-গ্রামে পাপিয়া

অনেক রাস্তাতেই আর জল জমে না। তাও সমস্ত রাস্তাতেই জল জমার সমস্যার স্থায়ী সমাধানে হাওড়ার জন্য একটা মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে। পূর্বেকার রাজ্যপাল হাওড়ার পুরভোট আটকে উন্নয়ন থমকে দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন। হাওড়ার উন্নয়ন আরও দ্রুতগতিতে হচ্ছে। কিছু ক্ষেত্রে কলকাতাকে ছাপিয়ে যাচ্ছে। এদিন হাওড়ায় অত্যাধুনিক ফুলবাজারের পাশাপাশি ইনফো পার্ক ও একটি তারামন্ডলের উদ্বোধন করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন সমবায়মন্ত্রী অরূপ রায়, বিধায়ক কল্যাণ ঘোষ,নন্দিতা চৌধুরি, গৌতম চৌধুরি, হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী-সহ আরও অনেকে। নবনির্মিত এই ফুলবাজারে ৩৫ জন ভেন্ডার ও ৫৮ জন ফুলচাষীর স্টল থাকছে। সেইসঙ্গে এখানে ফুল মজুত করে রাখার জন্য এখানে একটি হিমঘরও তৈরি করা হয়েছে।

Latest article