দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-এবার খেলা হবে

বনসুন্দরী

রৌদ্র সন্ধ্যার স্নিগ্ধ ছায়ায়
শীতল জলের শান্ত মায়ায়
উত্তাল ঢেউ কন্যার লিপিমালায়
আমি মিশেছি বনবিতানের আঙিনায়।

চন্দ্র-সূর্যর আকাশ বারান্দায়
সুন্দরী গাছের দামাল হাওয়ায়
মুক্ত নিঃশ্বাসের
তমালি ছায়ায়
ম্যানগ্রোভের সব জঙ্গল বারান্দায়
ডাকলো মোরে পাখিরালয়।

নদী-নালা ছেড়ে জলের অতলে
চলেছি আমরা বিদ্যাধরীর কোলে
রোদ পেরিয়ে গোধূলি বেলায়,
জলের কোলে ঝড়ের খেলায়।

এসে পৌঁছোলাম সজনেখালি
ভ্রমণসাথিদের চোখের বালি।
নিশিরাতের চাঁদের আলোয়
নদীর জলে সব জাহাজের বলয়।

চাঁদতারার ওই সুন্দর হাটে
ঝিঝি পোকারা সাঁতার কাটে।
মনে হলো এ কোন সে আলয়?
শান্তির সবুজে জীবন বিস্ময়।

মৎস্যকন্যাদের ঘুমের ঘোরে
সুন্দরবনে এলাম নতুন ভোরে।

Latest article