জনসংযোগে পুজোয় শহরে-গ্রামে পাপিয়া

দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব নেওয়ার পরে তার জনসংযোগই তৃণমূলের ঝুলিতে প্রথমবার তুলে দিয়েছিল শিলিগুড়ি পুরনিগম ও মহকুমা পরিষদ।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : জনসংযোগকে মূলমন্ত্র করেই পুজোতে শহর থেকে গ্রাম ঘোরার পরিকল্পনা জেলা সভানেত্রীর। মহালয়া থেকে শারদ উৎসব ও দীপাবলি সবেতেই জনসংযোগের নির্দেশ এসে পৌঁছেছে রাজ্যে নেতৃত্বের কাছ থেকে। তাই মহালয়ার সকাল থেকেই নির্দেশ পালনে ব্রতী হয়েছেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ। মহালয়ার সকাল থেকেই বিভিন্ন সমাজসেবামূলক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। এছাড়াও এদিন বিভিন্ন পুজো উদ্বোধন অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-কেন্দ্রের চাপে রেলের রাজনীতি

দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব নেওয়ার পরে তার জনসংযোগই তৃণমূলের ঝুলিতে প্রথমবার তুলে দিয়েছিল শিলিগুড়ি পুরনিগম ও মহকুমা পরিষদ। এর পরে আরও দায়িত্ব বেড়েছে। পাপিয়া ঘোষ বলেন, এই উৎসবের মরশুমে মানুষের পাশে থেকে আনন্দ ভাগ করে নিতে চাই। উৎসবের মধ্যেও দলের বিভিন্ন কর্মসূচি রয়েছে যা নির্দেশ দিয়েছে রাজ্য নেতৃত্ব। সেই কর্মসূচিও পালন করতে হবে। সারা বছর শহর থেকে গ্রাম সর্বত্রই জনসংযোগ রেখে চলি। তবুও পুজোর সময় বাড়তি দায়িত্ব থাকছে। ইতিমধ্যে শহরের বিভিন্ন পুজো উদ্বোধন শুরু হয়ে গেছে যখন যেখানে ডাক পাচ্ছেন সেখানেই ছুটছেন তিনি। এ-ছাড়াও পারিবারিক চিরাচরিত অনুসারেও গরিব দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করে থাকেন পাপিয়া।

Latest article