কেন্দ্রের চাপে রেলের রাজনীতি

আমন্ত্রণ পাননি জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদরা বসুও। ঘটা করে এই সূচনা অনুষ্ঠানে বেছে বেছে ডাকা হয় বিজেপির নেতাদের।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : কেন্দ্রের ঘৃণ্য রাজনীতি আবারও প্রমাণিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পাহাড়ে পৌঁছেছে উন্নয়ন। এর জেরেই ভিস্তাডোমের এসি কোচ নিয়ে যাত্রা শুরু করল টয়ট্রেন। অথচ সোমবার সুচনা অনুষ্ঠানে রেলের তরফে আমন্ত্রণ জানানো হল না শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে। কোনও খবর দেওয়া হয়নি জেলাশাসক এস পুন্নাবালমকেও।

আরও পড়ুন-লক্ষ্মীর মণ্ডপে এলেই হবে দর্শনার্থীদের লক্ষ্মীলাভ

আমন্ত্রণ পাননি জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদরা বসুও। ঘটা করে এই সূচনা অনুষ্ঠানে বেছে বেছে ডাকা হয় বিজেপির নেতাদের। এমনকী উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সিপিআরও কেন্দ্রের দোষ ঢাকার চেষ্টা করেন। তিনি বলেন, মেয়র এবং জেলাশাসকদের আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু তাঁরা আসেননি। মেয়র গৌতম দেব স্পষ্ট জানিয়েছেন, কোনও আমন্ত্রণপত্র পাঠানো হয়নি। জানানো হয়নি। এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে ধিক্কার জানিয়েছে সাধারণ মানুষ। সোমবার সন্ধেয় শিলিগুড়ির তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে একাধিক সাধারণ মানুষ এই ঘটনার প্রতিবাদ করেন। রাজনৈতিক মহলেও কেন্দ্রের এই ঘৃণ্য রাজনীতি নিয়ে উঠেছে সমালোচনার ঝড়।

Latest article