অনন্যা বসু, সানফ্রান্সিস্কো: পাড়ায় পাড়ায় মণ্ডপ নেই। মাইকে পুরনো দিনের বাংলা গান নেই। শরতের আকাশ, কাশফুলও নেই। কিন্তু মা দুর্গার উপস্থিতি আছে। পুজোর গন্ধ আছে। মহলয়ার ভোর আছে। আছে আড্ডা, আনন্দ, খাওয়াদাওয়া সহকারে মায়ের আরাধনা। প্রবাসে আমাদের মা দুর্গা আমাদের নিয়মে চলেন। পঞ্জিকা, তিথি মেনে নয়। সানফ্রান্সিস্কোর বে এরিয়ায় সবমিলিয়ে ২২টি পুজো হবে। এর মধ্যে কয়েকটি দুর্গাপুজো উইকেন্ডে। কোনওটি আবার তিথি মেনে হওয়ার কথা।
আরও পড়ুন-বন্দুকবাজ এবার রাশিয়ার স্কুলেও, নিহত ৫ পড়ুয়া সহ ১৩
অনেকে আমাকে প্রশ্ন করেন প্রবাসে কি পুজোর কেনাকাটি হয়? আপনাদের বলি, এখানেও আমরা পুজোর বাজার করি। বেশ কয়েকটি বুটিক রয়েছে আমাদের বন্ধুদের। শাড়ি, সালোয়া, লাহেঙ্গা সবই পাওয়া যায়। আমরা তো কিনই এমনকী এখানকার বিদেশি বন্ধুরা আমাদের দেশের পোশাক পরতে খুব পছন্দ করেন। পুজো, দীপাবলি, ওনম, বিহু সব উৎসবেই তাঁরা আমাদের সঙ্গে সমানভাবে মেতে ওঠেন। দুর্গপুজোর ভোগও রাঁধেন। দেশে যেমন পুজোর সময় বাড়িতে আত্মীয়স্বজন আসেন তেমনই এদেশে আসেন আমাদের বন্ধুরা। এ-বছর ক্যালিফর্নিয়ার সান দিয়েগো থেকে কয়েকজন বন্ধু আসবে। প্রতিদিন বিকেলে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া। এ-বছর নাচ, গান, গিটার, কবিতা, আবৃত্তিতে ভরে উঠবে আমাদের পুজোর সন্ধে। গত দু’বছর কোভিডের কারণে তেমন আনন্দ হয়নি। কোনওরকম হয়েছে পুজো। এবছর সব উশুলের পালা।