ইতালির প্রধানমন্ত্রী পদে প্রথম মহিলা হিসাবে নির্বাচিত হলেন জর্জিয়া মেলোনি (Giorgia Meloni)। অতি দক্ষিণপন্থী নেত্রী হিসাবেই মেলোনি (Giorgia Meloni) দেশে পরিচিত। রবিবার ইতালির নির্বাচনী ফলাফল ঘোষণা হয়। দেখা গিয়েছে, দেশের পার্লামেন্টের ১১৪টি আসনে জয় পেয়েছে মেলোনি ও তাঁর জোট সঙ্গীদের দল। জোট শরিকদের আস্থা হারিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন মারিও দ্রাঘি। দেশের নতুন নেতা বেছে নিতেই নির্বাচন হয় ইতালিতে। সমগ্র ইউরোপ জুড়ে দক্ষিণপন্থার বাড়বাড়ন্তের প্রভাব পড়ে ইতালিতেও। প্রথম থেকেই নির্বাচনে এগিয়ে ছিলেন মেলোনি। রবিবার নির্বাচনী ফলাফল ঘোষণার পরে দেখা যায়, প্রত্যাশা মতোই জিতে গিয়েছেন মেলোনি। তাঁর জোট সঙ্গীদের মধ্যে শেষ মুহূর্তে বোঝাপড়ার সমস্যা না হলে তিনিই ইতালির পরবর্তী প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন।
আরও পড়ুন-চিন-সীমান্তে নজরদারি, সিদ্ধান্ত নিয়ে টালবাহানা কেন্দ্রের