প্রতিবেদন : পরিক্রমার (Parikrama) বয়স বারো, চাইলে তুমিও আসতে পারো। মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের উদ্যোগ। শুধু পুজো পরিক্রমা নয়, পুজোয় সকলেই পরুক নতুন পোশাক, ছাত্রসমাজ পাশে দাঁড়াক পিছিয়ে পড়া মানুষগুলোর পাশে।
আরও পড়ুন-ডেঙ্গিতে মৃত্যু ৩, স্বাস্থ্য দফতর পদক্ষেপ নিল
সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের বিভাগীয় প্রধান বিশ্বজিৎ দাসের আহ্বানে এগিয়ে এসেছেন কলেজের অধ্যাপকরা। প্রতিবছরই পুজোর আগে তাঁরা পৌঁছে যান প্রত্যন্ত কোনও গ্রামে। এবছর তাঁরা গিয়েছিলেন ক্যানিংয়ের সাতমুখীতে। ২৫০ জন শিশুর হাতে তাঁরা তুলে দেন নতুন পোশাক। অধ্যাপক বিশ্বজিৎ দাস বলেন, ‘‘সকলের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিতে হয়, পড়ুয়াদের এই পাঠ দিতেই এমন ভাবনা।”