মহালয়ার সকালে বাংলাদেশে (Bangladesh ferry disaster) এক ভয়াবহ নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৪। পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় বুধবার আরও ১৪ জনের দেহ উদ্ধার হয়। পঞ্চগড়ের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার দীপঙ্কর রায় জানিয়েছেন, দেবীগঞ্জ ও বোদা উপজেলা থেকে ১৪ জন যাত্রীর দেহ মেলে। এখনও ২০ জনের কোনও খোঁজ মেলেনি। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে। তবে নিখোঁজ যাত্রীদের জীবিত অবস্থায় উদ্ধারের সম্ভাবনা ক্রমশই কমছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, অতিরিক্ত যাত্রী তোলার কারণেই নৌকাটি ডুবেছে। দুর্ঘটনার সময় ট্রলারটিতে (Bangladesh ferry disaster) প্রায় ৮০ থেকে ৯০ জন যাত্রী ছিলেন। জীবিত অবস্থায় মাত্র ২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়। বাকিরা নিখোঁজ ছিলেন। তখনই আশঙ্কা করা হয়েছিল মৃতের সংখ্যা আরও বাড়বে। সেই আশঙ্কাই সত্যি হল।
আরও পড়ুন-সুনীলকে নিয়ে তথ্যচিত্র ফিফার