প্রতিবেদন : রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্পে (Duare Ration- Calcutta High Court) হাইকোর্টের নিষেধাজ্ঞায় বন্ধ হয়ে যাওয়ায় ফুঁসছে গোটা বাংলা। সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে দুয়ারে রেশন প্রকল্প চালু করেছিল সরকার। কিন্তু একশ্রেণির স্বার্থান্বেষী ডিলার এই প্রকল্পের বিরুদ্ধে মামলা করে। আড়াল থেকে কলকাঠি নাড়তে শুরু করে বিজেপি। যার নিট ফল এই প্রকল্প বন্ধ হয়ে গেল। বুধবার আদালতের রায়ের পর গোটা রাজ্য জুড়েই যা চর্চার বিষয় হয়েছে। ক্ষোভ প্রকাশ করেছে শহর-শহরতলি ও গ্রামের মানুষজন। যদিও কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার তোড়জোড় করছে রাজ্য সরকার।
আরও পড়ুন-প্রেসিডেন্সি জেলে বন্দিদের একটুকরো গ্রাম
বহু সাধারণ মানুষ— বয়স্করা বিভিন্ন কারণে রেশন দোকানে যেতে পারেন না। দুয়ারে রেশন (Duare Ration- Calcutta High Court) প্রকল্পের মাধ্যমে কয়েক কোটি মানুষের সুরাহা হত। তাঁরা বাড়িতেই রেশনের সামগ্রী পেয়ে যাচ্ছিলেন। ২০২১-এর বিধানসভা নির্বাচনের ইস্তাহারে দুয়ারে রেশনের প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসে এই প্রকল্প বাস্তবায়িত করেন৷ যদিও প্রথম থেকেই একশ্রেণির অসাধু ধান্দাবাজ রেশন ডিলার প্রকল্পে বাগড়া দিতে থাকে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, দুয়ারে রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। মানু্ষকে নিবিড়ভাবে রেশন পাঠানোর ব্যবস্থা। ডিলারদের একাংশ হাইকোর্ট গিয়েছিলেন। রাজ্য সরকার উচ্চ আদালতে যাবে৷ কিন্তু মানুষের কাছে তো রেশন পৌঁছে যাচ্ছিল। সাধারণ মানুষ যারা পরিষেবা পাচ্ছিলেন তারা এবার দেখুন। বিরোধী দলগুলো পৈশাচিক আনন্দ দেখাচ্ছে। মানুষ বিচার করবেন৷ একাধিক রাজ্য এই মডেল গ্রহণ করছিল। আমরা মানুষের কাছে যাব।