শ্রদ্ধা জানাতে বাজবে প্রয়াত শিল্পীর গান

Must read

সুস্মিতা মণ্ডল, জয়নগর: প্রয়াত শিল্পী নির্মলা মিশ্রের (Nirmala Mishra) প্রতি শ্রদ্ধা জানাতে জয়নগর এলাকার সমস্ত পুজা মণ্ডপে সপ্তমীর দিন বাজবে তাঁরই গান। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জয়নগর থানার পক্ষ থেকে। খ্যাতনামা শিল্পী নির্মলা মিশ্র জন্মগ্রহণ করেছিলেন জয়নগরের পাঁচ নম্বর ওয়ার্ডে। কয়েক মাস আগে শিল্পী প্রয়াত হয়েছেন। তাঁর স্মৃতির উদ্দেশ্যে জয়নগরের প্রশাসনের পক্ষ থেকে প্রতিটা মণ্ডপে সপ্তমীর দিন প্রয়াত শিল্পী নির্মলা মিশ্রের (Nirmala Mishra) গান বাজানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে জয়নগর এলাকার ৫-এর ও ৬-এর পল্লি পুজা কমিটির এক সদস্য হরিসাধন দাস জানান, আমরা কয়েক বছর আগে জয়নগরের প্রশাসনের নির্দেশে দুর্গা পুজোতে হেমন্ত মুখোপাধ্যায়ের গান বাজিয়েছিলাম। ঠিক তেমনি এ-বছরও পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এ-বছর আমাদের জয়নগরের আর এক শিল্পী নির্মলা মিশ্র প্রয়াত হয়েছেন। তাই ওঁর স্মৃতির উদ্দেশ্যে এ-বছর পুজোতে সপ্তমীতে ওঁর গান বাজানোর কথা বলা হয়েছে। অন্য ক্লাবকেও অনুরোধ করব প্রয়াত শিল্পীর গান সপ্তমীর দিন বাজাতে। জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন, সরকারি নিয়ম মেনে পুজো করার পাশাপাশি সদ্যপ্রয়াত জয়নগরের গর্ব শিল্পী নির্মলা মিশ্রের প্রতি শ্রদ্ধা জানাতে সমস্ত পুজো-উদ্যোক্তাদের মণ্ডপে মণ্ডপে শিল্পীর গান চালানোর আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন-প্রেসিডেন্সি জেলে বন্দিদের একটুকরো গ্রাম

Latest article