আজ ১লা অক্টোবর মহাষষ্ঠী (Sasthi)। ষষ্ঠীর সকাল থেকেই রাজ্য জুড়েই সব মণ্ডপে ঠাকুর দেখার ভিড়। শরতের আকাশে এই মুহূর্তে বৃষ্টি নেই। বোধনের পর দেবীর অধিবাস৷ বিল্ববৃক্ষের তলায় হবে দেবীর আরাধনা৷ গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী-সপরিবারে একরাত এখানেই থাকবেন মা দুর্গা। সপ্তমীর সকালে পা দেবেন তিনি বাপের বাড়িতে৷
আরও পড়ুন-উৎসবের আমেজে মেতেছে রাজ্যবাসী, চতুর্থীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
আজকের এই বিশেষ দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে রাজ্যবাসীকে শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা জানিয়েছেন। এদিন তিনি লেখেন, ‘বোধনের দিনটিতে আমি সবাইকে মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা জানাই। মা দুর্গা আমাদের সকলকে আশীর্বাদ করুন এবং আমাদের পথে আসা সমস্ত কষ্টের সাথে লড়াই করার শক্তি দিন। এই উত্সব ঋতু সবার জন্য আনন্দময় হোক।’
The day of Bodhon is upon us, I wish everyone a very Happy Mahashashti.
May Maa Durga bless us all and give us the strength to fight all the hardships that come our way.
May this festive season be happy for one and all.
— Mamata Banerjee (@MamataOfficial) October 1, 2022