নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর : দু’জনেই নিজের নিজের ক্ষেত্রে মহাতারকা। একজন টেনিসের, অন্যজন ক্রিকেটের। লেবার কাপের পরেই পেশাদার টেনিসকে বিদায় জানিয়েছেন রজার ফেডেরার। বৃহস্পতিবার এক ভিডিওবার্তায় সুইস কিংবদন্তিকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি।
আরও পড়ুন-‘আমি প্রতিবার আসি, এই জায়গায় না আসলে পুজোর আগমন বার্তা সমাপন হয় না’ নবনীড়ে বার্তা মুখ্যমন্ত্রীর
এখনও পর্যন্ত দু’বার ফেডেরারের মুখোমুখি হয়েছেন বিরাট। সেই প্রসঙ্গ টেনে বিরাট ভিডিওবার্তায় বলেন, ‘‘২০১৮ সালের অস্ট্রেলিয়ান ওপেনে তোমার সঙ্গে প্রথমবার দেখা করার সৌভাগ্য হয়েছিল। সেই মুহূর্তটা কোনও দিন ভুলতে পারব না। তোমার যে দিকটা আমার সবথেকে ভাল লেগেছে, সেটা হল শুধু টেনিসপ্রেমীরাই নন, গোটা বিশ্বের মানুষ তোমাকে ভালবাসে, শ্রদ্ধা করে। আরও বিশ্বের কোনও ক্রীড়াবিদদের ক্ষেত্রে এমন শ্রদ্ধা মিশ্রিত ভালবাসা আমি দেখিনি। এটা তৈরি করা যায় না। আপনিই গড়ে ওঠে।’’
আরও পড়ুন-উৎসবের আমেজে মেতেছে রাজ্যবাসী, চতুর্থীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
কিং কোহলি আরও বলেছেন, ‘‘সবাইকে কাছে টানার বিরল ক্ষমতা তোমার ছিল। টেনিসে তোমার যুগের সঙ্গে অন্য কারও তুলনা টানা অসম্ভব। ব্যক্তিগতভাবে আমার কাছে তুমিই সর্বকালের সেরা থেকে যাবে। টেনিস কোর্টে যেমন মজা করেছ, জীবনের বাকি দিনগুলোও তেমনই মজা করে তুমি কাটাবে। তোমার এবং তোমার পরিবারের জন্য অনেক শুভেচ্ছা রইল।’’ পাল্টা ধন্যবাদ জানিয়ে ট্যুইট করেছেন ফেডেরারও। তিনি লিখেছেন, ‘‘ধন্যবাদ বিরাট, আশা করি এবার তোমার সঙ্গে খুব দ্রুত ভারতে দেখা হবে।’’