প্রতিবেদন : আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে যান মহারাষ্ট্র নিবাস হলের গণেশ পুজোয়। রাজ্যবাসীর কল্যাণ কামনায় করলেন প্রার্থনা।
আরও পড়ুন : আরজিকর মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির শীর্ষ স্থানের দায়িত্ব পেলেন বিধায়ক সুদীপ্ত রায়
গণেশ চতুর্থীর পূন্য লগ্নে গণেশ বন্দনা সেরে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। তিনি আগেই জানিয়েছিলেন, শুক্রবার মনোনয়ন জমা দেবেন। গণেশ চতুর্থী থাকায় দিনটিও শুভ। গণেশ বন্দনার সময় দলনেত্রীর সঙ্গে ছিলেন সুব্রত বক্সী সহ হাতে গোনা দু একজন। তিনি প্রত্যেককেই কোভিড বিধি মেনে চলার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আর গণেশ চতুর্থীতে প্রার্থনা করেছেন বরাবরের মত বাংলার মানুষের সুখ, শান্তি ও শ্রী বৃদ্ধির জন্য৷ মুখ্যমন্ত্রীর একটাই আবেদন, সবাইকে ভালো রেখো।