সংবাদদাতা, জঙ্গিপুর : তিন বছরে ২৪ জনকে বিয়ে করে অবশেষে পুলিশের জালে উত্তর ২৪ পরগানার অশোকনগরের প্রতারক আশাবুল মোল্লা। বুধবার রাতে বারাসতের দত্তপুকুর থেকে সাগরদিঘি থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এক বছর আগে সাগরদিঘির এক নাবালিকার সঙ্গে বিয়ে ঠিক হয় তার। বিয়ের আগের দিন ৩ ভরি সোনা, নগদ ১০ হাজার টাকা নিয়ে ভাগে আশাবুল। অভিযোগ দায়ের হলে এক বছর ধরে পুলিশ তল্লাশি চালিয়েও তাকে খুঁজে পায়নি।
আরও পড়ুন-পুলিশের জালে ভুয়ো চিকিৎসক
কদিন আগে তারা খবর পায়, দত্তপুকুরের একটি মেয়েকে বিয়ে করে শ্বশুরবাড়িতেই সংসার পেতেছে। সেখানেই হানা দিয়ে ধরা হয় তাকে। বিভিন্ন বেসরকারি এজেন্সির হয়ে রাস্তা মেরামতির কাজ করত। এজন্য বিভিন্ন জায়গায় যেতে হত। সেখানে ভুয়ো পরিচয় দিয়ে কোনও গরিব পরিবারের সঙ্গে ভাব জমিয়ে, বাড়ির মেয়েকে বিয়ে করে কিছুদিন থেকে সুযোগ বুঝে টাকাপয়সা, সোনাদানা হাতিয়ে চম্পট দিত। পুলিশ জেনেছে, বীরভূমের নলহাটি লোহাপুরে একটি মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার বাড়ি থেকে ৪ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। বিয়ের জন্য একাধিক জাল ভোটার কার্ড, আধার কার্ড এবং ফোন ছিল তার।