পুলিশের জালে ভুয়ো চিকিৎসক

স্থানীয়দের সন্দেহ হওয়ায় প্রশাসনকে জানালে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক থানায় অভিযোগ করেন। এরপর রোগী দেখা বন্ধ করে ওই ভুয়ো ডাক্তার।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : কাঁকসা থানার (police station) পুলিশের জালে ধরা পড়ল ভুয়ো (fake) ডাক্তার (doctor) দেবাশিস পোড়ে। মঙ্গলবার সন্ধ্যায় পানাগড় বাজারের একটি ওষুধের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। কলকাতার গড়িয়াহাটার বাসিন্দা দেবাশিস আদতে একজন ফার্মাসিস্ট। কিন্ত কলকাতার প্রয়াত এক চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে নিজেকে বিলেত ফেরত বলে পরিচয় দিয়ে কাঁকসার এক ওষুধের দোকানে রোগী দেখত।

আরও পড়ুন-বক্সিবাড়ির পুজোর মাহাত্ম্য ছড়িয়েছে প্রতিবেশী রাজ্যেও

স্থানীয়দের সন্দেহ হওয়ায় প্রশাসনকে জানালে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক থানায় অভিযোগ করেন। এরপর রোগী দেখা বন্ধ করে ওই ভুয়ো ডাক্তার। কয়েক মাস পর মঙ্গলবার বিকেলে কলকাতা থেকে পানাগড় বাজারে এলে খবর পাওয়ামাত্র পুলিশ তাকে গ্রেফতার করে।

Latest article