সংবাদদাতা, দুর্গাপুর : কোনও সেলিব্রেটি নন, ফিতে কেটে মণ্ডপের উদ্বোধন করলেন কৃতী ছাত্র। তাঁকে সংবর্ধনা জানানো হল এভাবেই। জানান অন্ডাল সংঘশ্রী সংঘ সর্বজনীন পুজোর উদ্যোক্তারা। উদ্বোধন হয় পঞ্চমীর সন্ধ্যায়। এবার এই পুজোর বয়স ৭৩। মণ্ডপ হয়েছে দিল্লির ইসকন মন্দিরের আদলে।
আরও পড়ুন –শুক্তো-চচ্চড়িতে জমে ওঠে সিডনির দুর্গাপুজো
মণ্ডপের দ্বারোদ্ঘাটন করেন অন্ডাল হাইস্কুলের অভাবী মেধাবী ছাত্র প্রান্তিক পরিবারের সন্তু সাধু। সন্তু এবার উচ্চমাধ্যমিকে চোখধাঁধানো ফল করেন। উদ্যোক্তারা জানান, কৃতী পড়ুয়াকে বরণ করা হয় তাঁর হাত দিয়ে পুজোর উদ্বোধন করে। শুক্রবার অন্ডাল ব্লকের আরও কয়েকটি পুজোর উদ্বোধন হয়। উখড়ার বিবিরবাঁধ পাড়ার জাগৃতি সংঘের ৩২ বছরের পুজো উদ্বোধন করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। মহিলা পরিচালিত দ্বিতীয় বর্ষের খান্দরা সর্বজনীন দুর্গাপুজোর উদ্বোধন করলেন রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়।