প্রতিবেদন : সোমবার সকালে ইরানের বিমান পরিবহণ সংস্থা মাহান এয়ারের একটি এ-৩৪০ বিমান তেহরান থেকে চিনের গুয়াংজু যাচ্ছিল। মাঝপথে বিমানটি যখন ভারতীয় আকাশসীমায়, সে সময় বোমাতঙ্কের হুমকি পেয়েছিলেন পাইলট। সঙ্গে সঙ্গেই পাইলট দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি)-এর সাহায্য চান। দিল্লিতে জরুরি অবতরণের অনুমতি চেয়েছিলেন পাইলট। কিন্তু দিল্লি এটিসি তাঁকে জয়পুর অথবা চণ্ডীগড় বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করতে বলে। তবে ওই বিমানের পাইলট বিমানটিকে জয়পুরে অথবা চণ্ডীগড় নিয়ে না গিয়ে সরাসরি বাংলাদেশ হয়ে চিনের দিকে নিয়ে যান।
আরও পড়ুন-মেডিসিনে নোবেল সুইডিশ বিজ্ঞানীর, তাঁর বাবাও নোবেলজয়ী
জানা গিয়েছে, পাইলট চণ্ডীগড় বা জয়পুর যেতে অস্বীকার করলে ভারতীয় বিমানবাহিনীকে সক্রিয় করতে হয়। এরপরে পাঞ্জাব এবং যোধপুর এয়ারবেস থেকে ভারতীয় বায়ুসেনার সুখোই-৩০ এমকেআই জেট ফাইটার বিমানগুলি বিমানটিকে অনুসরণ করে। ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, দিল্লি-জয়পুর আকাশসীমায় থাকার সময় বিমানটি কম উচ্চতায় উড়ছিল। কিছুক্ষণ পর বোমার ভয়কে উপেক্ষা করার জন্য তেহরানের কাছ থেকে বার্তা পাওয়ার পর বিমানটি তার চূড়ান্ত গন্তব্যের দিকে উড়ে যায়। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের ডেপুটি চিফ ফায়ার অফিসার সঞ্জয় তোমর বলেছেন যে সকাল ৯.২৫ মিনিটে তাঁরা বিমানে বোমার হুমকির খবর পান।