মেডিসিনে নোবেল সুইডিশ বিজ্ঞানীর, তাঁর বাবাও নোবেলজয়ী

সোমবার নোবেল কমিটি মেডিসিনে এবারের নোবেল প্রাপকের নাম ঘোষণা করে। মানব বিবর্তনের যুগান্তকারী আবিষ্কারের জন্য তিনি এবার নোবেল পুরস্কার পাচ্ছেন পাবো।

Must read

প্রতিবেদন : মেডিসিনে নোবেল পুরস্কার পেলেন সুইডিশ বিজ্ঞানী সান্তে পাবো। সোমবার নোবেল কমিটি মেডিসিনে এবারের নোবেল প্রাপকের নাম ঘোষণা করে। মানব বিবর্তনের যুগান্তকারী আবিষ্কারের জন্য তিনি এবার নোবেল পুরস্কার পাচ্ছেন পাবো। সান্তের গবেষণার মূল বিষয় ছিল বিলুপ্ত হোমিনিডস ও মানব বিবর্তনের জিনোম।

আরও পড়ুন-উত্তর-পূর্ব ভারতের মধ্যে সর্বাধিক বেকার ত্রিপুরায়

নোবেল কমিটি সান্তে পাবোর নাম ঘোষণা করতে গিয়ে পুরস্কার কমিটি বলেছে, অভূতপূর্ব আবিষ্কার করেছেন পাবো। তাঁর এই গবেষণা গোটা বিশ্বে মানব বিবর্তনের চর্চায় কয়েক হাজার ভোল্টের আলো ফেলেছে। সুইডেনের স্টকহোম শহরে ১৯৫৫ সালের ২০ এপ্রিল বিজ্ঞানী সান্তের জন্ম। ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। আরও উল্লেখযোগ্য বিষয় হল, সান্তের বাবা মেডিসিন বিভাগে নোবেল পেয়েছিলেন ১৯৮২ সালে। ৪০ বছর পর, ২০২২ সালে ওই একই বিভাগে নোবেল পেলেন ছেলে। বাবা কার্ল সিউন ডেটলফ বার্গস্ট্রমও মেডিসিন বা ফিজিওলজি বিভাগেই নোবেল পেয়েছিলেন।

Latest article