দেবর্ষি মজুমদার, রামপুরহাট: পরিবেশ সচেতনতার বার্তা দিতে রামপুরহাটের নিশ্চিন্তপুর পূর্ব সর্বজনীন গড়ে তুলেছে তিতুমিরের সেই বাঁশের কেল্লা। রাজকুমার ঘোরার নেতৃত্বে জেঁদুর ও মেদিনীপুরের শিল্পীরা করেছে।
আরও পড়ুন-বাঘভয় জয় করে সোঁদরবনে দুর্গা-আরাধনা
মৃৎশিল্পী রূপশঙ্কর চট্টোপাধ্যায় চালচিত্রটিও করেছেন বাঁশ দিয়ে। পুজো কমিটির কৌশিক আইচ জানালেন, উৎসবকে সর্বজনীন রূপ দিতে উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উদ্বোধন করেন দুই ভ্যানচালক চণ্ডী দাস ও রাজু শেখ। যক্ষ্মারোগ নির্মূলকরণে শরিক এই পুজো কমিটি চার রোগীর পুষ্টিকর খাদ্যের দায়িত্বও নিয়েছে।