বাঘভয় জয় করে সোঁদরবনে দুর্গা-আরাধনা

বাঘের ভয় এখনও, তাতেও পুজো হয় ধুমধামের সঙ্গে। পাখিরালা নবদুর্গা কমিটি স্বাধীনতার আগে থেকেই পুজো করছে। এবার ৭৭ বর্ষে। পাশে গোমর নদী।

Must read

সুস্মিতা মণ্ডল, সুন্দরবন: আজও যখন–‌তখন জঙ্গল থেকে বাঘ ঢুকে পড়ে। ছেলেদের রাতজেগে বনকর্মীদের সঙ্গে তাড়াতে হয়। ঘুম ওড়ে মেয়ে–‌‌বউদেরও। একসময় সুন্দরবনের গোসাবা ব্লকের এই দ্বীপাঞ্চলে দুর্গাপুজো হত দিনে। কারণ বাঘের ভয়। হ্যাজাক বা মশাল জ্বেলে পুজো হত পাখিরালা, ছোট মোল্লাখালি বা আমতলিতে। এখন বিদ্যুৎ এসেছে।

আরও পড়ুন-পর্তুগালে এবারে প্রথম হল দুর্গাপুজো

বাঘের ভয় এখনও, তাতেও পুজো হয় ধুমধামের সঙ্গে। পাখিরালা নবদুর্গা কমিটি স্বাধীনতার আগে থেকেই পুজো করছে। এবার ৭৭ বর্ষে। পাশে গোমর নদী। লাগোয়া সজনেখালির জঙ্গল। বাঘেদের ডেরা। নবদুর্গার পুজো হয়। বসে যাত্রার আসর। আমলামেথি রাজাবাজার সর্বজনীন ২৭ বর্ষে। পাশে পঞ্চমুখী ও বিদ্যাধরী। মণ্ডপ থেকে মিনিট দশেক হাঁটাপথ পিরখালির জঙ্গল। প্রায়ই বাঘ হানা দেয়। তবু পুজো ঘিরে আনন্দে মাতে মানুষ। পালাগান, খেলাধুলো চলে।

Latest article