মুম্বই, ৪ অক্টোবর : ভারতকে আবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন দেখতে চান তিনি। যদি কপাল পাশে থাকে তাই বড় চুলকেও আবার ফিরিয়ে আনছেন এমএসডি। বিস্কুটের বিজ্ঞাপনে এটাই নতুন চমক মহেন্দ্র সিং ধোনির।
২০০৭-এর টি-২০ বিশ্বকাপ জয়ের সময় মাথায় বড় চুল ছিল এমএসডির। ২০১১ বিশ্বকাপ জয়ের মুহূর্তেও তাই। এই চুল তখন ব্র্যান্ড ধোনির সঙ্গে জড়িয়ে গিয়েছিল।
আরও পড়ুন-মহানবমী উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা
কিন্তু বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কাকে হারানোর পরেরদিন ক্রিকেট দুনিয়ার সামনে নতুন চেহারায় ধরা দিয়েছিলেন তিনি। দেখা দেন একেবারে মুণ্ডিত মস্তকে। ক্যাপ্টেন কুল তাঁর নবতম বিজ্ঞাপন প্রচারে এটাই বলেছেন, তিনি তাঁর বড় চুল ফিরিয়ে আনছেন লাকি ম্যাসকট হিসাবে। যদি তাতে ঘরে বিশ্বকাপ আসে। ফেসবুক পেজে ধোনি যে ভিডিও আপলোড করেছেন তাতে দেখা যাচ্ছে তিনি একটি সেলুনে। সেখানে বসে বলছেন তাঁকে ২০১১-র চুলে ফেরত আসতে হবে। প্রসঙ্গত, কেরিয়ারের শুরু থেকেই ঘাড় পর্যন্ত নেমে আসা চুল ছিল ধোনির। তাঁর এই স্টাইল স্টেটমেন্ট নিয়ে প্রচুর চর্চাও হত। তবে ২০১১-তে বিশ্বকাপ জয়ের পর তিনি সাধের চুল কেটে ফেলেন। এখন ধোনির ছোট চুলই।