জাদেজার বদলি অক্ষরে সন্তুষ্ট সানি

সানি অবশ্য জানাচ্ছেন, তিরুবনন্তপূরমে চাহার ও তরুণ অর্শদীপ পরিস্থিতি কাজে লাগিয়েছেন। কপাল পাশে থাকলে তাঁরা বুমরার জায়গা কিছুটা পূরণ করতে পারেন

Must read

মুম্বই, ৪ অক্টোবর : ভারতীয় দলে জসপ্রীত বুমরার অভাব কেউ পূরণ করতে পারবে না। নিজের কলমে সেটাই বলে দিলেন সুনীল গাভাসকর। তিনি লিখেছেন, ‘‘বিশ্বকাপে বুমরার অনুপস্থিতি ভারতকে বিশাল সমস্যায় ফেলবে। বাকি সবার কথা মাথায় রেখেই বলছি, বুমরা না থাকায়
যে অভাব অনুভূত হবে সেটা আর কেউ না থাকলে হবে না।”
এরপরই গাভাসকর যোগ করেছেন, যে দুটো ম্যাচে বুমরা খেলেছেন, তার প্রভাব মাঠে পড়েছে। বাকি সিমাররাও তেতে উঠেছিলেন। বুমরা কবে ফিরবেন তিনি জানেন না। তবে তাঁর না থাকাটা টি-২০ বিশ্বকাপে বড় চাপ তৈরি করবে। সানি অবশ্য জানাচ্ছেন, তিরুবনন্তপূরমে চাহার ও তরুণ অর্শদীপ পরিস্থিতি কাজে লাগিয়েছেন। কপাল পাশে থাকলে তাঁরা বুমরার জায়গা কিছুটা পূরণ করতে পারেন।

আরও পড়ুন-বড় চুলই ‘লাকি ম্যাসকট’ কাপ জিততে চমক ধোনির

বুমরার মতো বিশ্বকাপে নেই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও। তবে তাঁর জায়গায় অক্ষর প্যাটেল দিব্যি মানিয়ে গিয়েছেন। সানি বলেছেন, অক্ষর তাঁর দীর্ঘ আইপিএল অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছেন। বিশ্বকাপে তাঁর দিকে নজর রাখতে হবে। প্রসঙ্গত, অক্ষর ব্যাটে বা ফিল্ডিংয়ে জাদেজার সমান না হলেও বোলিংয়ে তাঁর অভাব ঢেকে দিচ্ছেন। অক্ষর সম্পর্কে সানির আরও বক্তব্য, ডেলিভারির সময় ক্রিজকে ব্যবহার করে বোলিংয়ে বৈচিত্র আনছেন এই বাঁহাতি। গতি আনছেন। অ্যাঙ্গেল তৈরি করছেন। অক্ষর যেমন রান আটকাতে পারেন, তেমনই উইকেট নেওয়ারও ক্ষমতা ধরেন।

Latest article