বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: ডুয়ার্স বেড়াতে এসে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, পর্যটন নিয়ে রাজ্য সরকারের ভূমিকা অভিভূত করেছে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপরাষ্ট্রদূত তৌফিক হাসানকে। অকপটেই বললেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ উন্নয়ন নিয়ে প্রচুর সদিচ্ছা দেখেছি।
আরও পড়ুন : ভবানীপুরে মুখ্যমন্ত্রীর রেকর্ড মার্জিনের প্রার্থনায় নন্দীগ্রামে মন্দির-মসজিদে প্রার্থনা
যোগাযোগ ব্যবস্থা ও রাস্তাঘাট খুব ভালো, যা ডুয়ার্সের পর্যটন প্রসারে খুব সহায়ক হবে বলে আমি মনে করি। সরকারি বাংলোগুলো অসাধারণ। জলদাপাড়া জঙ্গল ও জয়ন্তী নদীর তীরে থেকে দারুন সুন্দর অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি। সময় সুযোগ পেলে আবার আসব।’ তৌফিক আরও বলেছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই রাজ্য উন্নতির শিখরে পৌঁছে যাবে।’ কোচবিহারের হলদিবাড়ি হয়ে যে রেলপথ বাংলাদেশের চিলাহাটি গিয়েছে, সেই রেলপথ পরিদর্শনের ফাঁকে, দু দিনের সফরে ডুয়ার্সে এসেছেন তৌফিক সাহেব। বৃহস্পতিবার রেলপথ পরিদর্শন করে মাদারিহাটের জলদাপাড়া জাতীয় উদ্যানের বনবাংলো হলঙে রাত কাটান। শুক্রবার সকালে মাদারিহাট রেল স্টেশন থেকে ট্যুরিস্ট স্পেশাল ট্রেন ভিস্তাডোমে চড়ে রাজাভাতখাওয়া পৌঁছন। সেখান থেকে ডুয়ার্সের পর্যটনের রানী জয়ন্তীতে আসেন। শুক্রবার বিকেলে ভুটানঘাট, ডিম সেতু, সন্তালা বাড়ি ও বক্সার জঙ্গল ঘুরে দেখেন। জেলা পুলিশ তাঁকে গার্ড অফ অনার দেয়। জয়ন্তীতে ডুয়ার্সের সৌন্দর্যের প্রশংসা ও পর্যটনের বিরাট সম্ভাবনার কথা বলেন।

