বঙ্গোপসাগরে নিম্নচাপ , সতর্ক দক্ষিণ ২৪ পরগনা

Must read

সংবাদদাতা, কাকদ্বীপ: মধ্য বঙ্গোপসাগরের বুকে একটি নিম্নচাপ তৈরি হওয়ায় আজ রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। জেলার উপকূল সংলগ্ন এলাকায় রবি ও সোমবার বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি গতিবেগে জোরালো হাওয়াও বইতে পারে।

আরও পড়ুন : ভবানীপুরে মুখ্যমন্ত্রীর রেকর্ড মার্জিনের প্রার্থনায় নন্দীগ্রামে মন্দির-মসজিদে প্রার্থনা

জেলার নিচু এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। মাঠে-থাকা সবজির ক্ষতির আশঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে। শনিবার দুপুর থেকে জেলার বড় অংশ জুড়ে দফায় দফায় ভারী ও মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। আকাশ কালো মেঘে ঢেকে আছে। কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি না হলেও আবহাওয়াবিদরা বলছেন, এর ফলে সমুদ্র থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প ঢোকায় জেলায় বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাবে। জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন : ডুয়ার্সে মুখ্যমন্ত্রীর ভূয়সী, প্রশংসা উপরাষ্ট্রদূতের

নিম্নচাপের জন্য মৎস্যজীবীদের রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্রে-থাকা মৎস্যজীবীদেরও শনিবারের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সহ মৎস্য-অধিকর্তা সামুদ্রিক জয়ন্ত প্রধান বলেন, রবিবার থেকে সমুদ্র উত্তাল হবে। ফলে সমস্ত মৎস্যজীবী ইউনিয়নকে সতর্ক করে দেওয়া হয়েছে। শনিবারের মধ্যে সব ট্রলারকে নিরাপদস্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Latest article