পুজোর আবহে হঠাৎ করেই ভয়াবহ দুর্ঘটনা উত্তরাখণ্ডে। যাত্রী-বোঝাই বিয়েবাড়ির বাস খাদে পড়ে গেল। ফলে মৃত অন্তত ২৫। বাসটিতে ৫০জন যাত্রী ছিলেন, যার মধ্যে ছিল একাধিক শিশুও বলে জানা যাচ্ছে। মঙ্গলবার রাতে উত্তরাখণ্ডের পৌড়ী জেলার ধুমকোট থানার এলাকার রিখিনিখাল বিরনখাল মোটোর রোড-এর উপর সিমদি গ্রামের কাছে একটি ৫০০ মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি। সকাল পর্যন্ত ২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন-বিজয়া দশমী উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা
রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ রাতভর উদ্ধারকাজ চালায়। আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জানা যায় ঘটনাস্থলে রয়েছে এসডিআরএফ-এর ৪টি দল।
আরও পড়ুন-যোধাবাইয়ের অনুরোধে সেনাপতির পুজোর শুরু ৪১৫ বছর আগে বারাসত শিবের কোঠায়
হরিদ্বার জেলার লালঢং থেকে পাউরি জেলার বিরখালে যাচ্ছিল বাসটি। যাত্রী নিয়ে বাসটি একটি বিয়েবাড়িতে যাচ্ছিল। খবর পেয়েই ঘটনাস্থলে যায় ধুমকোট থানার পুলিশ। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরকেও খবৰ দেওয়া হয়। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিংহ ধামি জানান, ‘‘ঘটনাস্থলে পৌঁছেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর। উদ্ধারকাজে স্থানীয় গ্রামবাসীরা আমাদের সাহায্য করছেন।’’