ইন্দোর, ৫ অক্টোবর : জসপ্রীত বুমরার বিকল্প কে, এখনও পরিষ্কার নয়। রোহিত শর্মা বলে দিয়েছেন অস্ট্রেলিয়ার পরিবেশে প্রস্তুতি শুরু করার পর তাঁরা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তবে কোচ রাহুল দ্রাবিড় জানাচ্ছেন, বুমরাকে তাঁরা মিস করবেন।
ঠিক কী বলেছেন রোহিতদের হেড কোচ? এটাই যে, ‘‘বুমরার না থাকাটা আমাদের জন্য বিশাল ক্ষতি। ও গ্রেট প্লেয়ার। কিন্তু এমন ঘটনা ক্রিকেটে হয়েই থাকে। এটা এখন অন্য কারও কাছে নিজেকে প্রমাণ করার সুযোগ এনে দেবে।” এরপরই তিনি তুলে আনেন মহম্মদ শামির নাম। দ্রাবিড় (Mohammed Shami- Rahul Dravid) বলেন, ‘‘শামি এখন এনসিএ-তে আছে। রিপোর্ট পেলে ওর অবস্থা বুঝতে পারব। ১৪-১৫ দিন আগে ওর কোভিড হয়েছিল। আমাদের হাতে ১৫ তারিখ পর্যন্ত সময় আছে। দেখি ওর রিপোর্ট কী আসে।” বুমরার জায়গায় সবার আগে উঠছে মহম্মদ শামির (Mohammed Shami- Rahul Dravid) নামই। যিনি কোভিড আক্রান্ত হওয়ায় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে পারেননি। তবে শামি আবার নেটে বোলিং শুরু করেছেন। তাঁকে আগেই বিশ্বকাপ দলে স্ট্যান্ডবাই হিসাবে রাখা হয়েছিল।
আরও পড়ুন-অনেকেই আগে অস্ট্রেলিয়ায় খেলেনি : রোহিত
বুমরার বিকল্প হিসাবে আলোচনায় রয়েছে মহম্মদ সিরাজ ও দীপক চাহারের নামও। এই দু’জনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলেছেন। চাহার ইন্দোরে তিন উইকেট নিয়েছেন। দ্রাবিড় অবশ্য মঙ্গলবার ম্যাচের পর আলাদা করে কারও নাম বলেননি। তিনি শুধু বুমরার কথা তুলে বলেছেন, ‘‘ওকে মিস করব। আমাদের গ্রুপে বুমরার না থাকাটা অনুভব করব।”