অনেকেই আগে অস্ট্রেলিয়ায় খেলেনি : রোহিত

বাউন্সি পিচে মানিয়ে নিতেই আগে যাচ্ছি

Must read

ইন্দোর, ৫ অক্টোবর : পরপর দুটি সিরিজ জেতার পরও রোহিত শর্মার (Australia- Rohit Sharma) মাথায় চিন্তার পাহাড়। এমন নয় যে তিনি রাতে ঘুমোতে পারছেন না। দলে এমন কিছু ফাঁকফোকর আছে যা তিনি বলছেন খেলতে খেলতে ঠিক হয়ে যাবে। কিন্তু বিশ্বকাপের আগে আমরা প্রস্তুত, এটা বলতে পারলেন না অধিনায়ক।
বোলিং এখনও চাপের বিষয়। ডেথ ওভার তো বরাবরের চাপ। মঙ্গলবারের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতীয় বোলিংকে দুরমুশ করেছে। অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে রোহিতের উপলব্ধি, ‘‘বোলিং ব্যাপারটা দেখতে হবে। বিশেষ করে পাওয়ার প্লে, মিডল এবং ডেথ ওভারে। কী অপশন হয় দেখব। রাস্তা বের করতে হবে। বুমরা নেই। ওকেও মিস করব।”

আরও পড়ুন-লালদুর্গার কাছে প্রার্থনা করলে মেলে বর

আর একটা সমস্যা সামনে রয়েছে। বিশ্বকাপ দলের ৬-৭ জন সদস্য আগে কখনও অস্ট্রেলিয়ায় খেলেননি। রোহিত জানালেন, সেই জন্যই তাঁরা অনেক আগে অস্ট্রেলিয়া গিয়ে সবাইকে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় দিচ্ছেন। ভারত এবার বেস ক্যাম্প করছে পারথকে। ওখানকার ফাস্ট ও বাউন্সি উইকেটে জয়ী দ্রুত মানিয়ে নেওয়া যায়। ‘‘আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচ ছাড়াও আমরা কয়েকটা বাড়তি ম্যাচ খেলব। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সঙ্গেও খেলার কথা রয়েছে।” আরও বলেছেন রোহিত (Australia- Rohit Sharma)।
ভারত অধিনায়ক অবশ্য এটা স্পষ্ট করে দিয়েছেন যে, তিন বিভাগে ভাল করলেও তাঁদের আরও উন্নতির প্রয়াস চলবে। এই প্রসেস দলের অঙ্গ হয়ে গিয়েছে।

Latest article