সংবাদদাতা, হুগলি : আরামবাগদুর্গা প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে সংঘর্ষ। মৃত্যু এক জনের। আরামবাগের ডিহিবাইড়া এলাকার ঘটনা। দিঘির ঘাটে ঠাকুর বিসর্জনকে কেন্দ্র করে একই গ্রামের দুই পাড়ার মধ্যে গণ্ডগোলকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে আরামবাগের গ্রামে। ঘটনার জেরে এক জনের মৃত্যু হয়েছে৷ তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের।
আরও পড়ুন-পর্যটকদের জন্য প্যাডেল স্টিমার বোট কলকাতায়
পরিস্থিতি সামাল দিতে এলাকায় হাজির হয় বিশাল বাহিনী। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সাগর থান্ডার (২০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত সাগর স্থানীয় মনসামাতা মিলন সঙ্ঘ ক্লাবের সদস্য ছিলেন। ডিহিবাইড়ার সঙ্গে স্থানীয় পান পাড়ার লোকজনের গণ্ডগোল হয় বিসর্জনকে কেন্দ্র করে। ডিহিবায়রার সঙ্গে স্থানীয় পানপাড়ার লোকজনের গণ্ডগোল হয় বিসর্জনকে কেন্দ্র করে।সন্ধ্যায় ফের উত্তেজনা বাড়ে। তখনই পানপাড়ার কয়েক জন সাগরকে তুলে নিয়ে চলে যান বলে অভিযোগ। এর পরে তাঁকে আর দেখতে পাওয়া যায়নি। পরে দেখা যায় দিঘির কাছাকাছি স্থানে তাঁর দেহ পড়ে রয়েছে। দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সাংবাদিকদেরও ঘটনাস্থলে গিয়ে বাধা-হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ।