আয় বাড়ায় ঢাকিদের মুখে হাসি

পুজো শেষে এবার বাড়ি ফেরার পালা ঢাকিদের। আজ দুপুর থেকে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির কাশীনগর দাসপাড়াতে ফিরতে শুরু করেছেন ঢাকিদের দল।

Must read

সংবাদদাতা, রায়দিঘি :‌ পুজো শেষে এবার বাড়ি ফেরার পালা ঢাকিদের। আজ দুপুর থেকে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির কাশীনগর দাসপাড়াতে ফিরতে শুরু করেছেন ঢাকিদের দল। এই গ্রামে প্রায় সত্তরটি ঢাকি পরিবারের বাস। মূলত আজ থেকে এই গ্রামে দুর্গাপুজোর আমেজ শুরু হবে। কারণ পুজোর ক’টা দিন মণ্ডপে মণ্ডপে ঢাক বাজিয়েছেন বাড়ির পুরুষেরা। বিজয়া দশমীর পর পরিবারের সদস্যদের জন্য নতুন জামাকাপড় কিনে নিয়ে ফিরেছেন। বছরভর ঢাকি পরিবারের সদস্যরা এই দিনটির জন্য অপেক্ষা করেন।

আরও পড়ুন-বিসর্জনে গন্ডগোল পুলিশের পদক্ষেপ

গত দু’‌বছর করোনা অতিমারির জন্য বায়না পাননি ঢাকিরা। এবার চতুর্থীর দিন দল বেঁধে শিয়ালদহ স্টেশনে জড়ো হয়েছিলেন। সেখান থেকে বায়না পান। কলকাতার কাছেপিঠেই সকলে পুজোর ক’টা দিন ঢাক বাজিয়েছেন। মধ্য চল্লিশের ঢাকি বিশ্বনাথ রুইদাস জানালেন, গত দু’‌বছর করোনার জন্য বায়না পাইনি। উৎসব বলে কিছু ছিল না। এবার ভাল টাকা উপার্জন করেছি। আমাদের পুজো কাটে মণ্ডপে। পরিবারের লোকেদের পুজো শুরু হবে আজ থেকে। নতুন পোশাক নিয়ে এসেছি। ভাল খাওয়া-‌দাওয়াও হবে। আবার লক্ষ্মীপুজোয় বায়না পেলে চলে যাব।

Latest article