পুরনো নিয়মেই টেটের পরীক্ষা

যে পোর্টালের মাধ্যমে চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদনপত্র তুলতে ও জমা দিতে পারবেন। তবে প্রাথমিক টেটের নিয়মে কোনও বদল আসছে না

Must read

প্রতিবেদন : রাজ্যে দুর্গাপুজো মিটলেই প্রাথমিকে টেটের আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যে তার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী ১১ অক্টোবর থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি পোর্টাল চালু করছে। যে পোর্টালের মাধ্যমে চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদনপত্র তুলতে ও জমা দিতে পারবেন। তবে প্রাথমিক টেটের নিয়মে কোনও বদল আসছে না।

আরও পড়ুন-আয় বাড়ায় ঢাকিদের মুখে হাসি

পুরনো নিয়মেই হবে পরীক্ষা। ১১ ডিসেম্বর টেট পরীক্ষা হবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে। কারা প্রাথমিক টেট পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবেন, কোন যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন, জেনে নিন এক নজরে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, ২০২০-‘২২ বা আগের সেশনে ডিএলএড, ডিএড বা বিএড করছেন বা করেছেন এবং অন্তত পার্ট ওয়ানে উত্তীর্ণ হয়েছেন, তাঁরাও টেট ২০২২-এ পরীক্ষায় বসতে পারবেন। তবে ২০২০-‘২২ সেশনের পর কোনও সেশনের ছাত্রছাত্রীরা এবারের টেট পরীক্ষায় বসতে পারবেন না। যাঁরা ডিএলএড, ডিএড বা বিএড কোয়ালিফায়েড তাঁদের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।

আরও পড়ুন-বিসর্জনে গন্ডগোল পুলিশের পদক্ষেপ

সংরক্ষিত আসনে যাঁরা পরীক্ষা দেবেন অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জডদের ৪৫% নম্বর থাকতে হবে। অন্যদিকে যাঁরা ইতিমধ্যে বিএড করেছেন বা করছেন তাঁদের গ্র্যাজুয়েশনে ৫০% নম্বর থাকতে হবে। সংরক্ষিতদের নম্বর থাকতে হবে ৪৫%।প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে রাজ্যের প্রতিটি জেলা থেকে আনুমানিক কত সংখ্যক চাকরিপ্রার্থী প্রাথমিক টেটে বসতে পারেন তার হিসাব ধরে পরীক্ষাকেন্দ্রের তালিকা চেয়েছিল। ইতিমধ্যে সেই তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্তাদের হাতে চলে এসেছে।

Latest article