প্রতিবেদন : ফ্ল্যাট- বাড়ি কেনাবেচায় স্ট্যাম্প ডিউটি ছাড়ের মেয়াদ বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হল। এই ছাড়ের মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছিল। রাজ্য সরকার আবাসন শিল্পকে চাঙ্গা করতে ফ্ল্যাট-বাড়ির কেনাবেচায় স্ট্যাম্প ডিউটি ২ শতাংশ ছাড় দেওয়ার কথা বলেছিল ২০২১ সালের জুলাই থেকে। শুধু স্ট্যাম্প ডিউটিতেই নয়, সরকার নির্ধারিত দাম বা সার্কেল রেটেও ১০ শতাংশ ছাড়ের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। অতিমারির কারণে গত ২ বছরে ফ্ল্যাট কেনাবেচায় বেশ বড়সড় ধাক্কা এসেছিল। সার্বিকভাবে আবাসন শিল্পের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যাম্প ডিউটি ও সার্কেল রেটে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন।
আরও পড়ুন-পুরনো নিয়মেই টেটের পরীক্ষা
২০২২–২৩ অর্থবর্ষের বাজেটেও এই ছাড়ের বিষয়টি বহাল রাখা হয়েছে। এই ছাড়ের ফলে সাধারণ মানুষ ফ্ল্যাট কিংবা বাড়ি কেনার সময় যেমন উপকৃত হয়েছেন, সেরকম আবাসন শিল্প কিছুটা চাঙ্গা হয়েছে। রাজ্য সরকারের আয়ও বেড়েছে। ক্রেডাই–এর প্রেসিডেন্ট এবং মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মোহতা রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।