সংবাদদাতা, বারাসত : আজ বিকেলে জেলার সেরা প্রতিমা নিয়ে বর্ণাঢ্য জেলা কার্নিভাল। সর্বস্তরের কাজ প্রায় শেষ। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ৩৫ নম্বর জাতীয় সড়ক জুড়ে শোভাযাত্রা থাকায় যানজটের সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে বিকেলে কয়েক ঘণ্টার জন্য যানজট এড়াতে গড়ির গতিপথ পরিবর্তন করা হয়েছে।
আরও পড়ুন-মেট্রোতে রেকর্ড আয়
জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক পল্লব পাল জানিয়েছেন, আপাতত জেলার ২৪টি সেরা প্রতিমা নিয়েই এই কার্নিভালের আয়োজন করা হয়েছে। বারাসত, বনগাঁ, বারাকপুর মহকুমা থেকে প্রতিমাগুলি আসছে। তবে বসিরহাট থেকে কোনও প্রতিমা এবার আসছে না। বিকেল ৪টে থেকে শুরু হবে কর্নিভাল। বারাসত টাকি রোড়ের শতদল ক্লাবের মাঠ থেকে কার্নিভালের যাত্রা শুরু হবে। তবে মূল মঞ্চ থাকছে চাঁপাডালি মোড় এলাকায়। এখানেই প্রতিমা প্রদর্শন-সহ উদ্যোক্তারা তাঁদের পারফরম্যান্স দেখাবেন। তারপর শেঠপুকুর হয়ে দক্ষিণপাড়ার দিকে এগিয়ে যাবে। এদিন অতিথি হিসেবে থাকবেন জেলার মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা এবং বিভিন্ন জনপ্রতিনিধিরা। উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদকুমার দ্বিবেদী বলেন, রাজ্য সরকারের নির্দেশমতো কার্নিভালের আয়োজন সম্পূর্ণ হয়েছে।
আরও পড়ুন-স্ট্যাম্প ডিউটি ছাড়ের মেয়াদ বাড়াল সরকার
যাতে অনুষ্ঠানটি সুন্দর ভাবে অনুষ্ঠিত হয় তার জন্য সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য রাখা হয়েছে কড়া নজরদারি। বারাসত পুলিশ জেলার সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় জানান, জিপিআরএস ম্যাপিং ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। থাকবে সাদা পোশাকের পুলিশ। কোনও রাস্তাই ব্লক করা হবে না। তবে গাড়ির যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। ডাকবাংলো মোড় থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে দত্তপুকুর থেকে আবার ৩৫ নম্বর জাতীয় সড়কে ওঠা যাবে। আর টাকি রোড়ের ক্ষেত্রে মধ্যমগ্রাম থেকে বাদু হয়ে ধর্মতলা থেকে আবার টাকি রোড়ে উঠতে পারবে। তবে বড় গাড়ি চলাচলের ক্ষেত্রে ওই সময়টুকুর জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।