নির্বিঘ্নে উৎসব, কৃতিত্ব পুলিশের

Must read

প্রতিবেদন : কলকাতার দুর্গাপুজো (Durga Puja- Police) এখানকার পুলিশ প্রশাসনের কাছে বার্ষিক পরীক্ষার মতো। প্রতিবছরই এই পরীক্ষার জন্য দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন হয়। এ বছরও সেই কঠিন পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছে কলকাতা পুলিশ এবং পুরসভা। পুজোয় আইন-শৃঙ্খলার পাশাপাশি, ভিড় সামলানোর পর ট্রাফিক বিভাগের যানশাসনে ভূমিকা ছিল নিঃসন্দেহে প্রশংসনীয়।

দুর্গাপুজোর ক’দিন শহরে যান চলাচল স্বাভাবিক রাখতে সতর্ক ছিল কলকাতা পুলিশের ট্রাফিক দফতর। দুর্ঘটনা এড়াতে কড়া পদক্ষেপ নেয় কলকাতা ট্রাফিক পুলিশ। পুজোর কলকাতায় মণ্ডপ দর্শনে বেরিয়ে আইন ভাঙার অপরাধে ট্রাফিক মামলার শিকার হয়েছেন ৩৪ হাজার ৬৮৯ জন।

আরও পড়ুন-যোগীরাজ্যে নিষ্ক্রিয় পুলিশ, অপমানে আত্মঘাতী ধর্ষিতা

পুলিশের (Durga Puja- Police) দেওয়া ওই পরিসংখ্যান অনুযায়ী, দুর্গাপুজোর ৫ দিনে সবচেয়ে বেশি সমস্যা হয়েছে গাড়ি পার্কিং নিয়ে। কলকাতা পুলিশ জানিয়েছে , পুজোর ৫ দিনে ১১ হাজার ৪৯৮টি পার্কিংয়ের নিয়ম ভাঙার মামলা হয়েছে। প্রায় সাড়ে সাত হাজারের কাছাকাছি হেলমেট ছাড়া মোটর সাইকেল চালানোর মামলা হয়েছে। পাঁচ দিনে ৫৭৭৫টি গতি লঙ্ঘনের মামলা করেছে কলকাতা পুলিশ। এছাড়া ট্রাফিক সিগন্যাল না মানা, স্টপলাইনের নির্দেশ না মানার মামলাও হয়েছে প্রায় দু’হাজারের ওপর। পুজোর ক’দিন ইএম বাইপাস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ট্রাফিক দফতরের কড়া নজরদারি থাকার দরুন, দু-একটি ঘটনা ছাড়া বড় ধরনের পথ দুর্ঘটনা রোখা সম্ভব হয়েছে। একই রকম ভাবে দুর্গাপুজোর নিরঞ্জন পর্বকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে একযোগে কাজ করছে কলকাতা পুলিশ এবং পুরসভা। পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষ, কলকাতায় নিরঞ্জন পর্বের প্রথম দু’দিনে সেই কাজের জন্যও তাদের প্রাপ্য একশোর মধ্যে একশো।

Latest article