মুম্বই : দ্বিতীয় সারির দল নিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলছে ভারত। তাতে সুযোগ না পেয়ে হতাশ পৃথ্বী শ (Prithvi Shaw)। তবে তিনি বলেছেন, লড়াই জারি থাকবে। নির্বাচকরা যখন মনে করবেন তাঁকে দলে ডেকে নেবেন।
আরও পড়ুন-কার্নিভালে আদিবাসী নাচের তালে পা মেলালেন স্বয়ং মুখ্যমন্ত্রী, বাজালেন করতাল
ঠিক কী বলেছেন মুম্বই ব্যাটার? এটাই যে, ‘‘আমি খুব হতাশ। রান করছি। প্রচুর পরিশ্রম করছি। কিন্তু সুযোগ পাচ্ছি না। তবে ঠিক আছে, ওরা (নির্বাচকরা) যখন মনে করবেন আমি তৈরি, ডাকবেন। কিন্তু যে সুযোগই আমি পাই না কেন, তা সে ভারত ‘এ’ হোক বা অন্য দল, নিজের সেরাটা দেব। ফিটনেস লেভেলকেও উঁচু জায়গায় রাখব।” ভারতীয় দলে যথেষ্ট সাড়া জাগিয়ে অভিষেক হয়েছিল পৃথ্বীর। কিন্তু চোটের জন্য বারবার তাঁকে মাঠের বাইরে যেতে হয়েছে। ফলে জাতীয় দলে নিজের জায়গাও হারিয়েছেন এই মুম্বইকর। প্রচুর প্রতিভা নিয়ে উঠে এলেও পৃথ্বী (Prithvi Shaw) প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। ভারতীয় ক্রিকেটের সিনিয়র দলের থেকেও অনেকটা বিচ্ছিন্ন। ফিটনেস অনেকাংশেই দায়ী পৃথ্বীর ক্ষেত্রে। তবে তিনি দাবি করেছেন, আইপিএলের পর
৬-৭ কেজি ওজন কমিয়েছেন। মুম্বইয়ের এক পত্রিকায় পৃথ্বী দাবি করেছেন, তিনি ব্যাটিংয়ে তেমন কোনও পরিবর্তন করেননি। কিন্তু জিমে প্রচুর সময় কাটিয়েছেন। দৌড়েছেন। ওজন কমিয়েছেন। ‘‘মিষ্টি, ঠান্ডা পানীয় আর চাইনিজ খাওয়ার এখন আমার মেনু থেকে পুরোপুরি বাদ। এখন এসব মুখে তুলি না।” বলেছেন মুম্বই ওপেনার।