হার্দিকের মতো ক্রিকেটার বহু বছরে একবারই আসে, প্রশংসা পোলার্ডের

Must read

নয়াদিল্লি: হার্দিক পান্ডিয়া বিরল প্রতিভা। এমন ক্রিকেটার বহু বছরে একবারই পাওয়া যায়। ভারতীয় অলরাউন্ডারের প্রশংসায় পঞ্চমুখ কায়রন পোলার্ড (Kieron Pollard- Hardik Pandya)। একই সঙ্গে ক্যারিবিয়ান তারকা মনে করেন, যেভাবে কঠিন সময় কাটিয়ে হার্দিক ফের আন্তর্জাতিক ক্রিকেটে দাপটের সঙ্গে ফিরেছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য।

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দীর্ঘদিন হার্দিকের সঙ্গে খেলেছেন পোলার্ড (Kieron Pollard- Hardik Pandya)। সেই অভিজ্ঞতা থেকেই তিনি বলছেন, ‘‘সাম্প্রতিক অতীতে হার্দিককে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। কিন্তু যাবতীয় প্রতিকূলতা কাটিয়ে ও যেভাবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে, সেটা ওর কঠোর পরিশ্রমের পুরস্কার।’’ পোলার্ডের সংযোজন, ‘‘আমি ওকে দীর্ঘদিন ধরে চিনি। তাই ওর সাফল্যে মোটেই অবাক হইনি।’’
ক্যারিবিয়ান তারকা আরও বলেন, ‘‘বিশ্বকাপের জন্য হার্দিককে আগাম শুভেচ্ছা। ভারতীয় ফ্যানদের বলব, ওকে নিজের খেলা উপভোগ করতে দিন। একটা বা দুটো ম্যাচে ব্যর্থ হলেই ক্রিকেটারদের মাটিতে টেনে নামানোর একটা প্রবণতা আছে। কিন্তু হার্দিক বিরল প্রতিভা। ওর মতো ক্রিকেটার বহু বছরে একবারই উঠে আসে।’’

আরও পড়ুন-রান করেও ভারতীয় দলে ডাক না পেয়ে হতাশ পৃথ্বী

Latest article