১০ লক্ষ ব্যবহারকারীর লগইন তথ্য ফাঁস হয়েছে, জানাল মেটা

Must read

প্রতিবেদন : গ্রাহকদের জন্য রীতিমতো এক উদ্বেগের খবর শোনাল ফেসবুকের মূল কোম্পানি মেটা (Meta)। সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের প্রায় ১০ লক্ষ ব্যবহারকারীর লগইন তথ্য ফাঁস হয়ে গিয়েছে। ক্ষতিকর অ্যাপসের সাহায্যেই ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। মেটার পক্ষ থেকে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, ভিডিও গেমস ও অন্যান্য কিছু অ্যাপের ছদ্মবেশে এই সব অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে তালিকাভুক্ত করা হয়। পরে ওই সব অ্যাপ ডাউনলোড করার জন্য মানুষকে প্রলোভিত করা হয়। ডাউনলোড করার পর অ্যাপগুলি ব্যবহার করার জন্য ফেসবুকে লগ ইন করলেই মোবাইল ফোনের নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে চলে যায়। এভাবেই গ্রাহকদের লগইন তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। মেটার বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর অ্যাপগুলি ব্যবহারকারীকে তার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে বলে। মানুষ সেই ফাঁদে পা দিলে ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ডের মতো তথ্য হাতিয়ে নেয় তারা। এই ধরনের ক্ষতিকর অ্যাপের সংখ্যা প্রায় চার শতাধিক। মেটার মুখপাত্র গ্যাবি কার্টিস জানিয়েছেন, ফেসবুকের কত সংখ্যক ব্যবহারকারীদের তথ্য ফাঁস হয়েছে তা নির্ধারণ করার চেষ্টা চলছে। অনলাইন স্টোর থেকে এই ধরনের অ্যাপ সরিয়ে ফেলতে অ্যাপল ও গুগল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে মেটা (Meta)।

আরও পড়ুন-থাইল্যান্ডের ক্রেশে বন্দুক হামলায় ২৩ শিশু-সহ নিহত ৩৪

Latest article